রহমত নিউজ 21 June, 2025 12:46 PM
বিএনপির কাছে তাদের দলের লোকজন নিরাপদ না, তাদের কাছে দেশের কোন মানুষ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী ফয়জুল করীম।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করতে চায়। যারা মেয়র হওয়ার আগেই সিটি কর্পোরেশন ভবন দখল করে, তাদের হাতে দেশের মানুষের জানমাল, ইজ্জত নিরাপদ থাকতে পারে না। যে দলের একটি অঙ্গসংগঠনকে অপর অঙ্গসংগঠনকে চাঁদা দিতে হয়, তাদের কাছে কোনো ব্যবসায়ী নিরাপদ হতে পারে না। যে দলের মানুষ খুন করে, সেই দলের কাছে কোনো মানুষের জানমাল নিরাপদ থাকতে পারে না। যে দল শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, তাদের মাধ্যমে দেশের মানুষ শৃঙ্খলাবদ্ধ হতে পারে না।
শুক্রবার (২০ জুন) প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক নির্বাচনসহ বিভিন্ন দাবিতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন রংপুর মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম আরও বলেন, নতুন ভোটারদের কাছে তারা কি জিয়াউর রহমানের আদর্শ চাঁদাবাজি, খুন করা, অবৈধ দখল, জুলুম, অত্যাচার করা শোনাবে। তারা জিয়াউর রহমানের আদর্শ শুনতে চায় না। দেশের নতুন ভোটার শতকরা ৩৮ ভাগ জানে না ধানের শীষ কী জিনিস। পত্রিকায় এসেছে ইশরাক সাহেবের পক্ষে রায়ের জন্য বিচার বিভাগকে চাপ দেওয়া হয়েছে। জোর করে তারা নিজেদের পক্ষে রায় দিয়েছে। যারা জোর করে নিজেদের পক্ষে রায় আনে তাদের হাতে বিচার বিভাগ নিরাপদ হতে পারে না।
জুলাই বিপ্লব আবু সাঈদকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন, বাংলাদেশের মাটিতে আর কতবার আবু সাঈদ জন্ম নেবে। কতবার রক্ত দেবে। অবৈধ ব্যক্তি ও চাঁদাবাজদের ক্ষমতায় আনার জন্য আমরা আর এক ফোঁটা রক্ত দিতে চাই না। খুনি, চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না। দেশের মানুষ ইনসাফ, আল্লাহ ভীরুদের ক্ষমতায় আনতে চায়। কারণ তাদের হাতে অবৈধ খুনের রক্ত নেই, তারা ধর্ষণ-ইভটিজিং করে না।
এ সময় সমাবেশ জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, সকল আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিচার নিশ্চিত করে জাতীয় রাজনীতিতে অযোগ্য ঘোষণা, ইসলাম, দেশ ও সমাজবিরোধী অনৈতিক নারী কমিশন বাতিল, প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক দ্রুততম সময়ে সংশোধন করে সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন ব্যবস্থা এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সুদ-ঘুষ, দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
উল্লেখ্য, সমাবেশ থেকে রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এই পাঁচটি দলীয় প্রার্থীরা হলেন- রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে এটিএম গোলাম মোস্তফা বাবু, রংপুর-২ আসনে (তারাগঞ্জ-বদরগঞ্জ) আশরাফ আলী , রংপুর-৩ (সদর ও সিটি) আসনে আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাহিদ হোসেন এবং রংপুর-৫ আসনে (মিঠাপুকুর) গোলজার হোসেন।